একাডেমি কাপ ফুটবলের ফাইনালে জিয়াউদ্দিন মন্টু স্মৃতি একাডেমি 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ নভেম্বর ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
একাডেমি কাপ ফুটবলের ফাইনালে জিয়াউদ্দিন মন্টু স্মৃতি একাডেমি 

ক্রীড়া প্রতিবেদন:-

 

আসন্ন সিডিএফএ অ-১৫ একাডেমি প্রস্তুতি উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে অনুষ্ঠিত “আন্তঃ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (সিজন-৩)”–এর দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে জিয়াউদ্দিন আহমেদ মন্টু স্মৃতি একাডেমি ৩–০ গোলে প্রয়াত ফুটবলার শফিউল আলম স্মৃতি একাডেমিকে পরাজিত করে ফাইনালে উঠেছে।

 


 

শুক্রবার বিকেলে সিডিএ বালুর মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলাটি উদ্বোধন করেন একাডেমির পরিচালক সদস্য ও বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার।

 


 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও ক্রীড়া পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন এবং মাঠ সমন্বয়কারী আমির খন্দকার।
 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জয়ী দলের উইঙ্গার শাহাদাত হোসেন।
খেলা পরিচালনা করেন রেফারি মোঃ ওমর ফারুক; সহকারী হিসেবে ছিলেন রাহুল ও মোঃ লাবিব। ম্যাচ কমিশনারের দায়িত্বে ছিলেন মোঃ আলাউদ্দিন।

 

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রেফারি মোঃ ওমর ফারুক এবং মোঃ খলিলুর রহমান হাওলাদার।
 

আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জিয়াউদ্দিন মন্টু স্মৃতি একাডেমি এবং জানে আলম স্মৃতি একাডেমি