নিবন্ধন পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে ভিকারুননিসার শিক্ষক হলেন কুড়িগ্রামের লায়লা 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ আগu ২০২৫ ০২:১৯ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
নিবন্ধন পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে ভিকারুননিসার শিক্ষক হলেন কুড়িগ্রামের লায়লা 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের গর্বে পরিণত হয়েছেন লায়লা লিলি। সম্প্রতি অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত (কলেজ পর্যায়) পরীক্ষায় তিনি ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৯৮। এ অনন্য কৃতিত্ব শুধু পরিবার-পরিজন নয়, গোটা চরাঞ্চলকে গর্বিত করেছে।
 

লায়লা লিলি ছিলেন চরশৌলমারী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচে পড়াশোনা করেন। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও একাগ্রতার ফলস্বরূপ দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
 

নিজের অনুভূতি জানাতে গিয়ে লায়লা লিলি বলেন, “এই সাফল্য আমার পরিবারের সমর্থন, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের কঠোর পরিশ্রমের ফল। আমি চাই শিক্ষার্থীদের মাঝে সৎ মানুষ ও দক্ষ নাগরিক হিসেবে বেড়ে ওঠার অনুপ্রেরণা ছড়িয়ে দিতে।”
 

চরশৌলমারী বহুমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “লায়লা আমাদের বিদ্যালয়ের এক গৌরবময় ছাত্রী। তার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
 

এদিকে স্থানীয়রা জানান, চরাঞ্চলের ছোট্ট একটি ইউনিয়নের সন্তান আজ সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন। তাদের ভাষায়, “বাহ! আমাদের এলাকার মেয়েরা যে এখন সর্বত্র দোর্দণ্ড প্রতাপে নিজেদের প্রমাণ করছে, এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের।”
 

লায়লা লিলির এ সাফল্য কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অভিমত শিক্ষা সংশ্লিষ্টদের।