বাংলাদেশের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায় কিছু দুষ্টু লোক: মিজানুর রহমান আজহারী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ০৬:০৭ অপরাহ্ণ   |   ৫৪৯ বার পঠিত
বাংলাদেশের সম্প্রীতিতে ফাটল ধরাতে চায় কিছু দুষ্টু লোক: মিজানুর রহমান আজহারী

ঢাকা প্রেস নিউজ

 

জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী মন্তব্য করেছেন, কিছু দুষ্টু লোক বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিতে ফাটল ধরানোর চেষ্টা করছে।
 

তিনি বলেন, "আবহমানকাল থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলে আমাদের দেশ। পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও বোঝাপড়া আমাদের মধ্যে গভীরভাবে প্রোথিত। কিন্তু কিছু লোক আমাদের এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে। আমরা যে সুখে ও শান্তিতে আছি, তা তাদের সহ্য হয় না।"
 

শনিবার (১৮ জানুয়ারি) লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এসব কথা বলেন।
 

ড. আজহারী আরও বলেন, "তাফসির মাহফিলে হিন্দু ভাইয়েরা কখনও কোনো সমস্যা তৈরি করে না। বরং আমাদের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। খুলনায় কয়েকশ হিন্দু ভাই আমাদের আলোচনা শুনতে এসেছেন। অনেক বৌদ্ধও আমাদের বক্তব্য শুনতে বসেন। আমাদের অমুসলিম ভাইদের দায়িত্ব হলো ইসলামের সৌন্দর্য তাদের কাছে তুলে ধরা। ইসলামের মাধুর্য এমনভাবে প্রকাশ করতে হবে, যাতে তারা আকৃষ্ট হয়ে ইসলামের দিকে এগিয়ে আসেন।"
 

তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের ইতিহাসে হিন্দু-মুসলিম দাঙ্গার কোনো নজির নেই। আমরা ভাই ভাই। কিছু দুষ্টু লোক মাঝেমধ্যে আমাদের মধ্যে বিরোধ তৈরির চেষ্টা করে। বিভিন্ন সময় পত্রপত্রিকায় উপাসনালয়ে হামলার খবর দেখা যায়, যা মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসবের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুর্বৃত্তদের কার্যক্রম সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে পারি।"
 

আজহারী বলেন, "হিন্দুদের পূজা অনুষ্ঠান ও মুসলমানদের তাফসির মাহফিলের দিন আলাদা থাকে। হিন্দুদের পূজা অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্ররা গিয়ে পাহারা দেন। এমন সৌহার্দ্যের উদাহরণ গোটা বিশ্বে বিরল।"
 

তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, "দুর্বৃত্তদের কালো হাত ভাঙতে আমাদের এক ঘণ্টাও লাগবে না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি।"