নরসিংদীতে সংঘর্ষে আহত শ্রমিক দলের নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৬ অপরাহ্ণ ০ বার পঠিত
নরসিংদীতে সংঘর্ষে আহত শ্রমিক দলের নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ

ঢাকা প্রেস,নরসিংদী প্রতিনিধি:-

 

নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুটি গ্রুপের সংঘর্ষে আহত ইউনিয়ন শ্রমিক দল নেতা আলম মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সংঘর্ষের সাত দিন পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 

আলম মিয়ার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর নিহতের সমর্থক, এলাকাবাসী এবং শ্রমিক দলের নেতাকর্মীরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা পাঁচদোনা মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন।
 

এ সময় পাঁচদোনার সাকুরিয়া মোড়ে কয়েকটি দোকানে আগুন দেওয়ার খবরও পাওয়া যায়। সড়ক অবরোধের ফলে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। দুই ঘণ্টা পর পুলিশ, স্থানীয় বিএনপি নেতা ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
 

আলম মিয়া নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের বসন্তপুর গ্রামের আলিমদ্দিনের ছেলে এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
 

গত ১৭ ডিসেম্বর রাতে নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া মেম্বার ও যুবদল নেতা মোসাদ্দেকের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মোসাদ্দেক ও তার সমর্থকরা লাল মিয়া মেম্বারের সমর্থকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়।
 

সংঘর্ষে গুরুতর আহত আলম মিয়াকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি সাতদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান।
 

মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

এর আগে সংঘর্ষের ঘটনায় লাল মিয়া মেম্বারের ছেলে ইব্রাহিম মিয়া বাদী হয়ে মোসাদ্দেককে প্রধান আসামি করে আরও ১৯ জনের নামে মামলা দায়ের করেন। ওসি জানান, মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।