ঢাকা প্রেস নিউজ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে। এই পদক্ষেপটি আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ছিনতাই প্রতিরোধে গৃহীত হয়েছে।
কোথায় স্থাপিত হয়েছে চেকপোস্ট:
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, সাইনবোর্ড, ডেমরার স্টাফ কোয়ার্টার, সবুজবাগের বাসাবো রাস্তা (কমলাপুর), গাবতলী, খিলক্ষেতের ৩০০ ফিট, আব্দুল্লাহপুর ব্রিজ, কামারপাড়া এবং তুরাগের ধৌড় ব্রিজ এলাকায় এই চেকপোস্টগুলো স্থাপিত হয়েছে।
কতক্ষণ চলবে চেকপোস্ট কার্যক্রম:
ডিএমপি সূত্র জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিদিন দুটি শিফটে এই কার্যক্রম পরিচালিত হবে:
সকলের সহযোগিতা কামনা:
ঢাকা মহানগর পুলিশ নগরবাসী ও ঢাকায় প্রবেশকারী সকল যানবাহনের চালক ও যাত্রীদের কাছে এই কার্যক্রম সফল করতে সহযোগিতা কামনা করেছে।