চারঘাটে আধা কেজি গাঁজাসহ মাদকসেবনকারী ৭জন গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ১২:১৮ অপরাহ্ণ   |   ১১৬ বার পঠিত
চারঘাটে আধা কেজি গাঁজাসহ মাদকসেবনকারী ৭জন গ্রেফতার

মোঃ শফিকুল ইসলাম,চারঘাট  (রাজশাহী):-


 
রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে গাঁজা,হিরোইনসহ সাতজন মাদক সেবনকারীদের গ্রেফতার করেছে থানা পুলিশ।


পৃথক পৃথকভাবে দুটি মাদক মামলা এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোহননগর গ্রামে অভিযান চালিয়ে তার বসত বাড়ির আঙ্গিনায় গাঁজা বিক্রয়ের জন্য আবস্থান করছে। বুধবার রাতে এমন সংবাদ পেয়ে মডেল থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ নিয়ে ওৎ পেতে থাকলে আসামী সাইদুর রহামান গাঁজা বিক্রয় করার সময় তাকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তার ডান হাতে নীল রংয়ের পলিথিনে কাগজে মোড়ানো ২শ গ্রাম গাঁজা উদ্ধার করি এবং পরে তাকে থানায় নিয়ে আসা হয়।আটককৃত হলো মোহননগর গ্রামের মৃত জয়েন উদ্দিন মন্ডলের ছেলে সাইদুল ইসলাম (৫২)।


অপরদিকে উপজেলার সরদহ ইউনিয়নের ট্রাফিক মোড়ে ও শলুয়া ইউনিয়নের শিবপুর শেখপাড়া গ্রামে মডেল থানা ওসির নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই আব্দুর রাজ্জাক,দীন মোহাম্মদ,এএসআই হাসানুজ্জামান,এএসআই সুমন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সারদা মতিনের জমির মধ্যে আম গাছের নিচে গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদে শিবপুর শেখপাড়া গ্রামে রাতে চারজন নির্জন আমগাছের নিকটে গাঁজা সেবনকারী সহ চারজনকে আটক করে এবং শরীর তল্লাশি করে ৩শ ৯০গ্রাম গাঁজা উদ্ধার করে নিয়ে আসে থানায়। গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন শিবপুর শেখপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৫৬),মাসুদ রানা (৪৬), জানারুল (৪৬), মামুনুর রশিদ (৩৩) ও আফজাল (৫০)।


এবিষয়ে মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সেবনকারীদের আটক করে। এই ব্যাপারে থানায় পৃথক পৃথক ভাবে দুটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।