প্রকাশকালঃ
২৪ জুলাই ২০২৩ ০১:৪৮ অপরাহ্ণ ১৯৩ বার পঠিত
পোর্ট অব স্পেনে ভারতীয় দলের দাপট চলছেই। ম্যাচের চতুর্থ দিন শেষে জয়ের জন্য ভারতের চাই ৮ উইকেট। আর সিরিজে সমতা ফেরাতে উইন্ডিজের ২৮৯ রান। ভারতীয় পেসারদের দাপটে দ্রতই শেষ হয়ে যায় উইন্ডিজের প্রথম ইনিংস।
সেখান থেকে ভারত পায় ১৮৩ রানের লিড। এরপর দ্বিতীয় ইনিংসে তারা ২ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে। এতে ক্যারিবিয়ানদের সামনে টার্গেট হয়ে যায় পাহাড়সম। ৫ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল উইন্ডিজ।
মাত্র ৭.৪ ওভারে স্বাগতিকদের বাকি ৫ উইকেট তুলে নেন ভারতীয় পেসারেরা। দিনের প্রথম ওভারেই আলিক আথানেজকে (৩৭) ফেরান মুকেশ কুমার। বাকি কাজ সারেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ। উইন্ডিজের শেষ চার উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ২৩.৪ ওভার বোলিং করে ৬০ রান দিয়ে সিরাজ নিয়েছেন ৫ উইকেট। ২৫৫ রানে অল আউট হয়ে যায় উইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে শুরু করেন ভারতীয় ব্যাটাররা। কারণ রোহিত শর্মা জানতেন, ম্যাচটি জিততে হলে প্রতিপক্ষের উইকেট তুলে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। প্রতি ওভারে ১০ রানের গতিতে রান উঠছিল।
প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেন রোহিত (৫৭)। আরেক ওপেনার যশস্বী করেন ৩৮ রান। এরপর ইশান কিশান ৫২* এবং শুভমান গিলের ২৯* রানে ভারত ২ উইকেটে ১৮১ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।
৩৬৫ রানের পাহাড়সম টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতোই শুরু করেন উইন্ডিজের দুই ওপেনার। অধিনায়ক ক্রেইগ ব্রাফেট সাবলীল খেলছিলেন। অন্যদিকে পিওর টেস্ট মেজাজে ব্যাটিং করেন ত্যাগনারায়ণ চন্দ্রপল। পেসারেরা উইকেট না নিতে পারায় রোহিত স্পিনারদের হাতে বল তুলে দেন। উইন্ডিজকে প্রথম ধাক্কা দেন রবিচন্দ্রন অশ্বিন। তাকে সুইপ করতে গিয়ে আউট হয়ে যান ব্রাফেট (২৮)। এই অভিজ্ঞ স্পিনারের ঘূর্ণিতেই ফিরেন তিনে নামা ম্যাকেঞ্জি (০)। দিনশেষে উইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান।