ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকা হতে ৩৬৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছের‍্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০২:০৮ অপরাহ্ণ   |   ৮৮৩ বার পঠিত
ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকা হতে ৩৬৮০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছের‍্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ 

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র একটি আভিযানিক দল ১৪ জানুয়ারী ২০২৫  রাত ২.৩০ টায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর সামনে ময়মনসিংহ হতে ঢাকাগামী মহাসড়কে পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ সারোয়ার হোসেন (৩৫), পিতা- মোঃ আলমগীর হাওলা, মাতা- বিউটি বেগম, সাং-কবিরাজপাড়া থানা-তালতলী, জেলা-বরগুনা ও মোঃ মাহাবুব উজ  জামান জনি (৩৯), পিতা-মোঃ আব্দুস সামাদ, মাতা-মোত্তারী বেগম,সাং-দক্ষিণ কমলাপুর, থানা-মতিঝিল,জেলা- ঢাকাদ্বয় কে ৩৬৮০ পিস ইয়াবা, ০১ টি প্রাইভেট কার,০২ টি মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যর আনুমানিক বাজার মূল্য ১১,০৪,০০০/-(এগারো লক্ষ  চার হাজার) টাকা।
 

এ ঘটনায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।জুয়েল চাকমা, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার,মিডিয়া অফিসারঅধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তি মাধ্যমেই তথ্য নিশ্চিত করা হয়েছে ।