ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলায় হাসনাত আবদুল্লাহর নিন্দা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জানুয়ারি ২০২৫ ০৪:২৫ অপরাহ্ণ   |   ১৫৫ বার পঠিত
ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের হামলায় হাসনাত আবদুল্লাহর নিন্দা

ঢাকা প্রেস নিউজ

 

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।
 

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, “ইবতেদায়ি শিক্ষকসহ সারাদেশের শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই।”

 



এর আগে, একই দিন দুপুরে রাজধানীর শাহবাগে চাকরি জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অবস্থান নেওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামানও ব্যবহার করা হয়।
 

পুলিশি হামলায় এক নারীসহ অন্তত ছয়জন শিক্ষক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
 

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, “পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আন্দোলনকারীরা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছেন।”