জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন:দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ১২:২০ অপরাহ্ণ   |   ১২৩ বার পঠিত
জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন:দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই

নিজস্ব প্রতিবেদক:-

 

গত২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস  ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম,সিনিয়র জেলা ও দায়রা জজ, চট্টগ্রাম। 


জেলা প্রশাসনের পক্ষে র‍্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক । 


দিবসটির প্রতিবাদ্য ছিল-
"দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই;
লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই"।


বাংলাদেশ সরকার অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত- তাদের পাশে দাঁড়াতে ২০০০ সালে গঠন করে 'জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা" এবং ২০১৩ সালে ২৮ এপ্রিল দিনটিকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করা হয়। 


এই দিনটির মূল উদ্দেশ্য হলো, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা, যেন দেশের প্রতিটি মানুষ তার অধিকার সম্পর্কে জানে এবং প্রয়োজনে বিনামূল্যে আইনগত সহায়তা গ্রহণ করে।