ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ নভেম্বর ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ   |   ৩৮ বার পঠিত
ভালুকায় বিএনপি মনোনীত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে উপজেলাজুড়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির নবম দিন পালিত হয়েছে।
 

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার মল্লিকবাড়ি ও বিরুনিয়া ইউনিয়নে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
 

এ সময় মল্লিকবাড়ি ইউনিয়নের ক্যাম্প কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রার্থী ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। স্থানীয় এলাকাবাসী ও উপকারভোগীরা তার এই জনকল্যাণমুখী উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে প্রশংসা করেন।