ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
অদ্য ১৪ ডিসেম্বর রোজ শনিবার দুপুর ২.১০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ টিম পৌর এলাকার বদি জামাপুর এলাকা থেকে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
নাগেশ্বরী থানা পুলিশের এস আই তাজ ও এস আই প্রদীপের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাগেশ্বরী পৌরসভার ৬ নং ওয়ার্ডের বদি জামাপুর এলাকার কানিপাড়া গ্রাম থেকে মোঃ রেজাউল করিম (রাজু, ৪৮) কে গ্রেফতার করে। তার পিতার নাম মৃত নুর উদ্দিন মিয়া। এসময় তার কাছ থেকে ১২০ পিচ ইয়াবা এবং ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, মোঃ রেজাউল করিম (রাজু) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। তবে সঠিক তথ্য প্রমাণ না পাওয়ায় তিনি ধরা ছোঁয়ার বাইরে ছিলেন। আজকের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবা ও বিক্রির টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানা ইনচার্জ মোঃ মিজানুর রহমান (মিজান) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।