চুয়েট ছাত্রদলের খসড়া কমিটিতে নাম থাকায় ৯ শিক্ষার্থীকে শোকজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৫ ০১:৩৫ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
চুয়েট ছাত্রদলের খসড়া কমিটিতে নাম থাকায় ৯ শিক্ষার্থীকে শোকজ

চুয়েট সংবাদদাতা:-

 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখা ছাত্রদলের খসড়া কমিটিতে নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগে নয়জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার রাতে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির আওতায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের আগামী ২৭ জুলাইয়ের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে। তারা চাইলে ২৮ জুলাই শুনানিতে অংশ নিয়ে নিজের পক্ষে বক্তব্য তুলে ধরতে পারবেন।
 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ আগস্ট চুয়েট প্রশাসন এক জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। ওই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক সংগঠন এবং কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়।
 

তবে এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বৃহস্পতিবার ছাত্রদলের একটি ফেসবুক পেজ থেকে চুয়েট শাখার খসড়া কমিটি ঘোষণা করা হয়। কিছু সময় পরেই পোস্টটি মুছে ফেলা হয়। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, ‘এটি একটি খসড়া কমিটি ছিল, যা আপাতত স্থগিত করা হয়েছে। পরে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।’
 

চুয়েট ক্যাম্পাসকে ‘ছাত্র রাজনীতিমুক্ত’ ঘোষণার পরও ছাত্রদলের কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে কমিটির বিরুদ্ধে নিন্দা জানান এবং জড়িতদের শাস্তির দাবি তোলেন।
 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তালিকা অনুযায়ী, খসড়া কমিটির সভাপতি হিসেবে রয়েছেন তড়িৎ কৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী।
 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • জ্যেষ্ঠ সহসভাপতি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন

  • সহসভাপতি: চন্দন কুমার দাশ

  • জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ তৌসিফ

  • যুগ্ম সাধারণ সম্পাদক: আবু সুফিয়ান আল সাবিত ও সাখাওয়াত হোসেন

  • সাংগঠনিক সম্পাদক: বিপ্লব হোসাইন তন্ময়

  • প্রচার সম্পাদক: আহমেদ ইনতিসার
     

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যে এই ঘটনায় চুয়েটে ছাত্র রাজনীতির নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।