আ.লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহই যথেষ্ট: নাসিরুদ্দীন পাটওয়ারী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
আ.লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আবদুল্লাহই যথেষ্ট: নাসিরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামীকাল আওয়ামী লীগের সম্ভাব্য লকডাউন নিয়ে সব দল মাঠে থাকবে। তিনি বলেন, "আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। তিনি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম effectively বন্ধ করে দিয়েছেন।"
 

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চ ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাসিরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।
 

তিনি আরও বলেন, "আওয়ামী লীগের সন্ত্রাস মোকাবিলায় এক হাসনাত আবদুল্লাহ যথেষ্ট। আমাদের এতে কোনো টেনশন নেই। আওয়ামী লীগ বাংলাদেশে ইতিমধ্যেই মরণপ্রায়, এখন তারা শুধু কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, যা নিয়ে দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।"
 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া প্রসঙ্গে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, "আরেকটি খবর এসেছে—আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে। আসলে মামলা তো ইতিমধ্যেই তুলেছে গত এক বছর টাকার বিনিময়ে। নতুন করে কী তোলা হবে? বিএনপি গত এক বছরে যে মামলাবাণিজ্য করেছে, তার স্বীকৃতি মির্জা ফখরুল দিয়েছেন।"
 

তিনি আরও যোগ করেন, "চাঁদাবাজি ও মামলা বাণিজ্য—এই দুই ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো উল্লেখযোগ্য কাজ নেই। বিএনপি যদি তাদের এক বছরের সফলতা বলতে চায়, তা হলো চাঁদাবাজি আর মামলাবাজি। এ দুই কৃতিত্ব নিয়ে তারা জনগণের কাছে ভোট চাইবে। ভোট নয়, মানুষ তাদের জুতায় পাটাবে।"
 

নাসিরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলেন, "দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা কিছু বিভাজন লক্ষ্য করছি। তবে বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষার জন্য বর্তমান পরিস্থিতিতে সব দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সব দল একসাথে না হলে বাংলাদেশের ভবিষ্যৎ বিপদে পড়বে।"