ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৯ অপরাহ্ণ   |   ৮০ বার পঠিত
ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

ঢাকা প্রেস নিউজ

 

সংবিধানসহ ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজ শনিবার বিকেলে মন্ত্রীপরিষদের ওয়েবসাইটে এই প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়।
 

এরপর, রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।
 

এর আগে, অন্তর্বর্তী সরকারের কাছে যেসব কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে, সেসব কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের বিষয়ে আলোচনা করতে কমিশনপ্রধানদের এক বৈঠক গত বৃহস্পতিবার জাতীয় সংসদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এছাড়া, প্রতিবেদনে উল্লেখিত আশু পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য সরকারের করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
 

এই বৈঠকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী উপস্থিত ছিলেন।
 

সরকার সংস্কার প্রস্তাব তৈরির লক্ষ্যে দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। প্রথম ধাপে গত অক্টোবরে জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগ সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠিত হয়। পরে, গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারীবিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার প্রস্তাব তৈরির জন্য আরও পাঁচটি কমিশন গঠন করা হয়।