ফ্রেইডে ওয়াম আপ ফুটবল ম্যাচ একাডেমির সিনিয়র সবুজ দলের জয়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০২:০২ অপরাহ্ণ   |   ১৪৬ বার পঠিত
ফ্রেইডে ওয়াম আপ ফুটবল ম্যাচ একাডেমির সিনিয়র সবুজ দলের জয়

ক্রীড়া ডেস্ক:-



দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আসন্ন আন্তঃ একাডেমি কাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে ফ্রেইডে ওয়াম আপ ম্যাচ শুক্রবার বিকেলে সিডিএ বালুর ২ নং মাঠে অনুষ্ঠিত হয়েছে।



 




একাডেমির সিনিয়র সবুজ দলের সাইদুল ইসলামের ১ মাত্র গোলে জুনিয়র সাদা দল কে হারিয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ্য খেলাটি পরিচালনা করেছেন রেফারি মোঃ আলাউদ্দিন, সহকারী রেফারি আমির ও সিফাত, ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন টিম ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।


বিকেলের ম্যাচটিতে অত্যন্ত ভালো খেলা উপহার দিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতেন জুনিয়র দলের উইংগার সেলিম বিন সায়েম ( জার্সিনং-১১),একই সাথে নবাগত ক্ষুদে খেলোয়াড় প্রতীক দাশ কে জার্সি প্রদান করা হয়।

 

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিনিয়র ফুটবলার মোঃ হানিফ ( গোল কিপার)। এসময় আরো উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক ও মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার, পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন, সদস্য আতিক উল্লাহ মোঃ আইয়ুব খান।
 

সোমবার বিকেলে একাডেমির সিনিয়র দল ( অ-১৮) উর্ধ্বে এর সাথে আমন্ত্রিত পেশাজীবী ফুটবল টিমের সাথে প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।