জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-
নাসিক ৮ নং ওয়ার্ড এনায়েত নগরে অরাজনৈতিক, সামাজিক ও সেবামূলক সংগঠন সত্যের সন্ধান এর পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও ২৮ রমজানে নিম্ন আয়ের শ্রেণী পেশার মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার লক্ষে প্রায় ২০০ পরিবারের মাছে ঈদ সামগ্রী বিতরণ করে সামাজিক অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন সত্যের সন্ধান।
সংগঠনটির প্রতিষ্ঠা হয় ২০২২ সালে, সূচনা লগ্ন থেকেই প্রতি বছর ২৮ শে রমজানে তারা এই সামাজিক কার্যক্রম নিয়মিত ভাবেই পরিচালিত করে আসছে অত্যন্ত সফলতার সাথে। বিগত ২০২৪ সালের ভয়াবহ বন্যায়, বন্যাকবলিত মানুষের মাঝেও আর্থিক সহযোগিতা প্রদান করে সত্যের সন্ধান। তাদের এই সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় নাসিক ৮ নং ওয়ার্ড এনায়েত নগরের বাসিন্দাদের মাঝে ভরসার প্রতীক হয়ে উঠেছে অরাজনৈতিক, সমাজিক ও সেবামূলক সংগঠন সত্যের সন্ধান।
সংগঠনের সভাপতি জনাব মাহবুবুর মোল্লা বলেন আমরা সবসময় সামাজিক সেবামূলক কার্যক্রমের সাথে জড়িত হয়ে আসছি, আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ভবিষ্যতে যেন আমরা আরোও বেশি উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সমাজের মানুষের সেবায় কাজ করে যেতে পারি, আমি সত্যের সন্ধান এর পক্ষ থেকে সংগঠনের জন্য সকলের নিকট দোয়া প্রার্থী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিব আল হাসান।