পুলিশ ইতোমধ্যেই সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। ফুটেজে দেখা গেছে, রাত আড়াইটার দিকে ইকবালের মাথায় একাধিকবার হাতুড়ি আঘাত করা হয়। পুরো ঘটনা ২০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হয়। নিহত ইকবাল ছিলেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর রাকিবুল ইসলাম রতন (২৬) পালিয়ে যান। পরে পরদিন রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, পেট্রোল পাম্পের তেল চুরি সংক্রান্ত মিথ্যা অভিযোগের প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানিয়েছেন, রতন হাতুড়ি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে এবং হত্যার পর বগুড়া থেকে পালিয়ে গাজীপুরে আত্মগোপন করেছিল।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।