মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ সদর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনের নেতৃত্বে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে শহরের ১নং ওয়ার্ডের ঘুন্টি এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ সদর-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগরের সিনিয়র সহসভাপতি মুফতি ইয়াকুব সাঈদ, সেক্রেটারি আনোয়ার হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি অলিউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সাবেক সভাপতি মো. আশেক এলাহীসহ ছাত্র ও যুব আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন,
“আল্লাহর অশেষ রহমতে মানুষের মধ্যে হাতপাখা প্রতীকের জোয়ার বইছে। জনগণ এখন পরিবর্তন চায়—তারা ইসলামী মূল্যবোধভিত্তিক সুশাসন ও ন্যায়ের সরকার দেখতে চায়।”
স্থানীয় ভোটাররাও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,
“সব মার্কাই তো দেখেছি, এবার আমরা হাতপাখা চাই।”