সাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ১৩ ফিশিং ট্রলার নিখোঁজ!

প্রকাশকালঃ ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৩৯ অপরাহ্ণ ৪৮৭ বার পঠিত
সাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ১৩ ফিশিং ট্রলার নিখোঁজ!

ঢাকা প্রেস-

কক্সবাজার প্রতিনিধি- মঈনুদ্দীন শাহীন

 


জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ১৩টি ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে। গতো ৪৮ ঘন্টা ধরে এসব ট্রলারের মাঝিমাল্লা সহ কারো সাথে যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন কক্সবাজারের ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। নিখোঁজ এসব ট্রলারে তিন শতাধিক মাঝি-মাল্লা রয়েছেন বলে জানান তিনি। নিখোঁজ ফিশিং ট্রলারগুলোর মধ্যে রয়েছে, এফবি হাসান, এফবি আবছার,এফবি সাবিত,এফবি মায়ের দোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক এক দুই, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাছির, এফবি সেলিম,এফবি নজির এবং এফবি জনি।

 দেলোয়ার হোসেন জানান, গত বুধবার থেকে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়া থেকে বাঁচতে উপকূলের দিকে ফিরছিলেন জেলেরা। এরই মধ্যে সাগরের তীব্র স্রোতে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায়, যারমধ্যে ৮টি ট্রলার কক্সবাজারের কলাতলী ও উখিয়ার ইনানীতে ভেসে আসে। এসব ট্রলার থেকে তিন শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বাকি আরো ১৩টি ফিশিং ট্রলারের সঙ্গে এখনো কোন প্রকার যোগাযোগ করা সম্ভব হয়নি। এসব ট্রলারে থাকা সাড়ে তিন শতাধিক জেলের ফোনে ও কোনো সংযোগ পাওয়া যাচ্ছেনা। সে হিসেবে তারা এখনো নিখোঁজ রয়েছেন।