আবারো পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

প্রকাশকালঃ ৩১ মার্চ ২০২৪ ০৩:১৬ অপরাহ্ণ ২৩৭ বার পঠিত
আবারো পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তনই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হুট করে বদল আসে বোর্ডের কিংবা দলের যে কোনো পদে। কয়েকদিন ধরেই বাবর আজম অধিনায়ক হয়ে ফেরার গুঞ্জণ ছিল গণমাধ্যমে। সেই গুঞ্জণই সত্যি হলো। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বাবরকে অধিনায়কের দায়িত্বে ফেরাচ্ছে পাকিস্তান।

পিসিবি বাবরকে পুন:রায় অধিনায়ক পদে ফেরানোর ঘোষণা দিয়ে এক্সে (টুইটার) লিখেছে,‘ সাদা বলের ক্রিকেটে বাবরকে অধিনায়ক করা হল।’ 
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। কয়েক মাস পরই আবার তাঁকে ফিরিয়ে আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

২০১৯ সালে প্রথম টি-টোয়েন্টির অধিনায়ক হন বাবর। পরের বছর দায়িত্ব পান টেস্ট ও ওয়ানডে দলের।

বাবর সরে দাঁড়ানোর পর টেস্টে অধিনায়ক করা হয় শান মাসুদকে।
আর টি-টোয়েন্টির নেতৃত্ব পান ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। 

আফ্রিদির অধীনে একটাই সিরিজ খেলেছে পাকিস্তান। ওই সিরিজে ৪-১ ব্যবধানে বিধস্ত হয়েছিল পাকিস্তান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাহীন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দারসও তেমন সুবিধে করতে পারছে না।
এক সিরিজ পরই তাই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হল আফ্রিদিকে। তাঁর জায়গায় আবার দায়িত্ব পেলেন বাবর আজম।

টেস্ট অধিনায়ক হিসাবে অবশ্য বহাল আছেন শান মাসুদ।
তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়েও হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।