বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক: মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে।

প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৪ ০৭:২৪ অপরাহ্ণ ৬৯৮ বার পঠিত
বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক:  মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে।

ঢাকা প্রেস নিউজ


কোটা বাতিলের দাবিতে
আগামী বুধবার (১০ জুলাই) সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মঙ্গলবার (৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন,

সারাদেশের সকল মহাসড়ক, নৌ ও রেলপথ এ ব্লকেডের আওতায় থাকবে। আজ দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেছেন তারা। আদালতের নির্দেশ ছাড়াও সরকারের নির্বাহী বিভাগের কাছ থেকে লিখিত আশ্বাস চান কোটা সংস্কারের বিষয়ে।
 

প্রসঙ্গত,

২০১৮ সালে সরকারি চাকরিতে ৫৬% কোটা ছিল। ২০২১ সালে সেই পরিপত্রের ‘মুক্তিযোদ্ধা কোটা বাতিলে’র অংশটিকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধাদের সন্তানরা আদালতে রিট করেন। চলতি বছরের ৫ জুন হাইকোর্ট রায়ে পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করে। ৯ জুন রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে। ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে।
 

এই রায়ের প্রতিবাদে গত এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।