জাতিসংঘের বক্তৃতা দেবেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

প্রকাশকালঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ ০৬:৫৬ অপরাহ্ণ ১৫০ বার পঠিত
জাতিসংঘের বক্তৃতা দেবেন ইউক্রেন প্রেসিডেন্ট  জেলেনস্কি

জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনে রাশিয়ার বিমান হামলা। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ সভার বৈঠক। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব নেতারা নিউ ইয়র্কে পৌঁছেছেন। 

মঙ্গলবার জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের বক্তৃতা দিয়ে শুরু হবে জাতিসংঘের অধিবেশন। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলফ শলৎসও বক্তৃতা দিবেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সেখানে ভাষণ দেবেন। গতকালই তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, বুধবার (২০ সেপ্টেম্বর) ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে বৈঠক হওয়ার কথা জেলেনস্কির। দুই দেশের কূটনৈতিক মহলই এ কথা জানিয়েছে। সাধারণ সভার বৈঠকের মধ্যেই এই সাইড লাইন বৈঠক হওয়ার কথা। এই প্রথম ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হবে জেলেনস্কির।


বস্তুত, তিনি নিরপেক্ষ দেশগুলির কাছে ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য শান্তি প্রস্তাবের পরামর্শ দিয়েছিলেন। একদিকে রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। অন্যদিকে পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে তার বক্তব্য ছিল, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যুদ্ধ টিকিয়ে রাখা হয়েছে।

এদিকে এই পরিস্থিতির মধ্যেই রাশিয়ার মিসাইল খারকিভের বাণিজ্য অঞ্চলে বিস্ফোরণ ঘটিয়েছে। টেলিগ্রামে মিসাইল আক্রমণের কথা জানিয়েছেন খারকিভের মেয়র। তবে হতাহতের কোনো খবর তিনি দেননি। রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। যুদ্ধের শুরু থেকেই এই শহর বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৪ লাখ মানুষ বসবাস করেন সেখানে।

এদিকে মঙ্গলবার ইউক্রেনও পাল্টা আক্রমণের কথা জানিয়েছে। বাখমুতে রাশিয়ার ফ্রন্ট লাইন ভেঙে তারা ঢুকে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের ওই ফ্রন্টের কম্যান্ডার। বস্তুত, গত সপ্তাহান্তেও ইউক্রেন রাশিয়ার হাত থেকে দুইটি গ্রাম দখল করেছিল বলে ইউক্রেনের তরফে জানানো হয়েছিল। তারপর থেকে রাশিয়া একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে বলে অভিযোগ।