আজ বঙ্গবন্ধুর দৌহিত্র ববির জন্মদিন

প্রকাশকালঃ ২১ মে ২০২৪ ০২:২৬ অপরাহ্ণ ৫০১ বার পঠিত
আজ বঙ্গবন্ধুর দৌহিত্র ববির জন্মদিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ (২১ মে)। ১৯৮০ সালের এই দিনে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন তিনি। দিনের প্রথম প্রহরেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 

                                                                                         ফাইল ছবি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববির জন্মদিন আজ। ১৯৮০ সালের এই দিনে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার ঘর আলোকিত করে জন্মগ্রহণ করেন তিনি।
 

                                                                                      ফাইল ছবি

জন্ম ও শিক্ষা:

  • জন্ম: ১৯৮০ সালের ২১ মে, ঢাকা, বাংলাদেশ
  • পিতা: শফিক আহমেদ সিদ্দিক, বিখ্যাত শিক্ষাবিদ
  • মা: শেখ রেহানা, বঙ্গবন্ধুর ছোট মেয়ে
  • শিক্ষা:
    • লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্নেন্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক
    • একই প্রতিষ্ঠান থেকে কমপ্যারেটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর

কর্মজীবন:

# গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি
# 'ইয়াং বাংলা'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
# সিআরআই থেকে প্রকাশিত নীতি-নির্ধারণী ম্যাগাজিন 'হোয়াইট বোর্ড'-এর প্রধান সম্পাদক
# গ্রাফিক নভেল 'মুজিব'-এর রচয়িতা (সহ-লেখক)

উল্লেখযোগ্য অবদান:

  • ইয়াং বাংলা:
    • ৫০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক ও ৩১৫টি সংগঠনকে নিয়ে গঠিত যুব সংগঠন
    • জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, জয় বাংলা কনসার্ট সহ নানা আয়োজনের আয়োজন
    • তরুণদের সরকারি কার্যক্রমের সাথে যুক্ত করার জন্য ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনা
  • বঙ্গবন্ধুকে তরুণদের কাছে তুলে ধরা:
    • 'মুজিব' গ্রাফিক নভেলের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা
    • 'আমার দেখা নয়া চীন' অবলম্বনে গ্রাফিক নভেল প্রকাশ
  • অন্যান্য:
    • ২০০৮ সালে শেখ হাসিনাকে মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা
    • ২০০৭ সালে শেখ হাসিনার গ্রেপ্তারের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত তৈরিতে ভূমিকা

 

তরুণদের দেশের ইতিহাসের সাথে সহজে পরিচিতি ঘটাতে এবং দেশ গঠনে তরুণদের শক্তিকে কাজে লাগাতেই এই উদ্যোগগুলো গ্রহণ করা হয়।"

পুরষ্কার ও সম্মাননা: বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার ও সম্মাননা

 

রাদওয়ান মুজিব সিদ্দিক ববি একজন প্রতিভাবান যুব নেতা, উদ্যোক্তা ও লেখক। তিনি বঙ্গবন্ধুর মূল্যবোধ ও আদর্শ ধারণ করে তরুণদের ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।