কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৬:১৬ অপরাহ্ণ   |   ৩৮৮ বার পঠিত
কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন

ঢাকা প্রেস,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:-

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাতান বেগম সুফিয়া মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ইমন ইসলামকে চুল কাটার কারণে বেত্রাঘাত করে আহত করার ঘটনায় আইসিটি শিক্ষিকা শারমিন আক্তারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার স্কুলের ক্লাস রুমে ইমন ইসলামের চুল কাটার কারণে শিক্ষিকা শারমিন আক্তার তাকে বেদম বেত্রাঘাত করে আহত করেন। আহত অবস্থায় ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে আধা ঘণ্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে যৌথবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়, এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
 

এর আগে, সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা শিক্ষক শারমিন আক্তারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
 

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এর আগে ওই শিক্ষিকা একাধিক ছাত্র-ছাত্রীকে বেত্রাঘাত করে আহত করেছেন। এছাড়াও ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
 

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শওকত আকবর খান জানান, ‘খবর পেয়ে আমি স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করেছি।’