কোহলিদের বিদায়

প্রকাশকালঃ ২২ মে ২০২৩ ১২:৩৫ অপরাহ্ণ ৭৮ বার পঠিত
কোহলিদের বিদায়

জিততেই হতো মুম্বাই ইন্ডিয়ানসকে। রবিবার এমন ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ করল ২০০ রান। প্লে-অফের তাড়নায় সেই রান পাহাড়ও মুম্বাই পেরিয়ে যায় ২ ওভার হাতে রেখে। দলটির অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ৪৭ বলে ১০০* রানের ঝড়ে ৮ উইকেটের জয়ে মুম্বাই নিজেদের কাজটা সেরে রেখেছিল আগেই।

সূর্যকুমার যাদব ১৬ বলে অপরাজিত ২৫ আর অধিনায়ক রোহিত শর্মা করেছিলেন ৩৭ বলে ৫৬। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্লে-অফ প্রত্যাশী রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হারে শেষ দল হিসেবে এলিমিনেটরে খেলা নিশ্চিত হয়ে গেছে মুম্বাইয়ের। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট মুম্বাইয়ের। প্লে-অফে যেতে হলে গুজরাট টাইটান্সকে হারালেই হতো বিরাট কোহলির বেঙ্গালুরুর।

আইপিএলে নিজের সপ্তম সেঞ্চুরি (১০১) করে বেঙ্গালুরুর ভিত করে দেন কোহলি। এখন সবচেয়ে বেশি সেঞ্চুরি তাঁর। তিনি ছাড়িয়ে গেছেন গেইলের ছয় সেঞ্চুরির কীর্তি।


১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুভমান গিলের সেঞ্চুরিতে (১০৪*) ৫ বল ও ছয় উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট।

তাতে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্লে-অফ খেলবে গুজরাট। আর ১৪ পয়েন্ট নিয়ে বিদায় বেঙ্গালুরুর। সেরা দুইয়ে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস। ১৪ ম্যাচে চেন্নাইয়ের পয়েন্ট ১৭। আগের দিন কলকাতা নাইট রাইডার্সকে রুদ্ধশ্বাস ১ রানে হারিয়ে তিন নম্বরে থেকে এলিমিনেটরের টিকিট পেয়েছে লখনউ সুপার জায়ান্টস।

প্লে-অফে উঠা দলগুলো হলো - গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ানস।