আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল থানা এলাকায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে সর্বশেষ যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন— উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম (২৫), সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল করিম (৪২), নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের যুবলীগ সদস্য এ কে এম কামরুজ্জামান মানিক (৪৭), ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. হাসানুজ্জামান বাবলু (৬০)।