পাসপোর্ট ছাড়াই ফ্লাইট পরিচালনা, জেদ্দায় আটক বিমান পাইলট

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
পাসপোর্ট ছাড়া ফ্লাইট পরিচালনা করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান জেদ্দা বিমানবন্দরে আটক হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেদ্দা বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটক করেন। পরদিন বুধবার সকালে বিমানের জেদ্দা স্টেশনের কর্মকর্তারা তাকে জিম্মায় হোটেলে নিয়ে যান।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ভুলবশত ক্যাপ্টেন মুনতাসির নিজের পাসপোর্ট না নিয়ে মায়ের পাসপোর্ট সঙ্গে করে যান। এ কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশের অনুমতি দেয়নি। পরে বিমানের জেদ্দা অফিসের কর্মকর্তারা তাকে তত্ত্বাবধানে নেন।
বিমান সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অন্য একটি ফ্লাইটে তার পাসপোর্ট ঢাকা থেকে জেদ্দায় পাঠানো হয়। পাসপোর্ট হাতে পাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে তিনি দেশে ফিরতে পারবেন।
এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। দুই বছর আগে বিমানের এক পাইলট ভিভিআইপি ফ্লাইট চালিয়ে দোহা পৌঁছে পাসপোর্ট না থাকায় আটক হন। একইভাবে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা-লন্ডন রুটে আরেক পাইলট মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ফ্লাইট পরিচালনা করায় হিথরো বিমানবন্দরে তাকে আটক করে ফেরত পাঠানো হয়েছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫