ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃক বিভিন্ন গ্যারেজে অভিযান পরিচালনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মার্চ ২০২৫ ১২:৫৪ অপরাহ্ণ   |   ১০১ বার পঠিত
ডিএমপির ট্রাফিক বিভাগ ও বিআরটিএ কর্তৃক বিভিন্ন গ্যারেজে অভিযান পরিচালনা

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-



আসন্ন ঈদ যাত্রায় ফিটনেসবিহীন বাস যেন চলাচল করতে না পারে সে উদ্দেশে (২১ মার্চ ২০২৫ খ্রি.) ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের সহায়তায় বিআরটিএ, ঢাকা এর ৩ নং ও ৭ নং আদালত কর্তৃক আমিনবাজার ব্রিজ হতে নবাবেরবাগ মোড় পর্যন্ত বেড়িবাঁধের পাশে বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 


 


 

এ সময় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক উক্ত প্রতিষ্ঠানসমূহের মালিকপক্ষকে যেকোনো বেআইনি কর্মের বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয় ও এই মর্মে মুচলেকা গ্রহণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ট্রাফিক-মিরপুর বিভাগ প্রয়োজনীয় পুলিশি সহায়তা প্রদান করে। 
 

উক্ত অভিযানে উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর বিভাগ; সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-মিরপুর জোন; সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-দারুস সালাম জোনসহ মিরপুর-ট্রাফিক বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।