নৌপরিবহন ও শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের নির্দেশনায় বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় একটি অফিস আদেশ জারি করে।
১০ সদস্যবিশিষ্ট এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। সদস্যসচিব হিসেবে থাকবেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক)।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জননিরাপত্তা বিভাগ, অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিকে বিলোনিয়া ও রামগড় স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করে নিম্নলিখিত বিষয়ের ওপর প্রতিবেদন দিতে বলা হয়েছে:
এছাড়া, স্থলবন্দরগুলো ব্যবহারের সম্ভাব্য আমদানি-রপ্তানি পণ্য, তাদের পরিমাণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অর্থনৈতিক সুফল নিয়ে তুলনামূলক বিশ্লেষণও প্রতিবেদনভুক্ত করতে বলা হয়েছে।
গত ১২ জানুয়ারি খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌপরিবহন উপদেষ্টা এ কমিটি গঠনের নির্দেশ দেন।