পুরস্কারের জন্য বিবেচিত হতে হলে যেসব শর্ত ছায়াছবিকে পূরণ করতে হয়, তা হলো ছবিকে অবশ্যই কাহিনিভিত্তিক এবং ৬০ মিনিটের বেশি সময়ের হতে হবে। পুরস্কার যে বছর প্রদান করা হচ্ছে, তার আগের বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেটার নির্মাণকাজ শেষ হতে হবে এবং এশিয়ার যেকোনো দেশে তা নির্মিত হতে হবে। এশিয়ার সংজ্ঞা নির্ধারণে একাডেমি পূর্ব, দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ এশিয়া থেকে শুরু করে মধ্য ও পশ্চিম এশিয়াকেও অন্তর্ভুক্ত রেখেছে। অর্থাৎ ভৌগোলিক দিক থেকে পুরো এশিয়া মহাদেশ এর আওতাভুক্ত। আরকটি আবশ্যকীয় শর্ত হচ্ছে, ইংরেজি সাবটাইটেল ছবিতে অন্তর্ভুক্ত থাকা।