ঢাকা প্রেস
মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-
'মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫' এর চ্যাম্পিয়ন হলো সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল, নিউজ ২৪। গত ১৮ জানুয়ারি শনিবার গুলশান-২ এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিন কে হারিয়ে শিরোপা জয় করে প্রতিষ্ঠানটি।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন নিউজ ২৪ এর দুই খেলোয়াড় নুরে আলম সিদ্দিকী এবং ফাইয়াজ এর হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সভাপতি অঞ্জন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু-সহ স্কয়ার গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
টুর্নামেন্টের সফল সমাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে অঞ্জন চৌধুরী বলেন, ‘চ্যাম্পিয়ন টিমকে অনেক অনেক অভিনন্দন। শুধু চ্যাম্পিয়ন টিমই না, রানারআপ-সহ অংশগ্রহণকারী সকল টিমকেই জানাই আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত যে সবাই টুর্নামেন্টে বেশ উপভোগ্য একটা সময় পার করেছে। আমরা কর্পোরেট জগৎ এবং মিডিয়া ইন্ডাস্ট্রি, সবাই মিলেই যে একটা ঐক্যবদ্ধ কমিউনিটি, এবং আমরা সুখে-দুঃখে-আনন্দে একে অপরের পাশেই আছি, তা আবারও প্রমাণিত হয়েছে এই টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে। আমার জন্য আনন্দটা আরও বেশি, কারণ সবার একসাথে হওয়ার উপলক্ষটা মিডিয়াকম তৈরি করে দিয়েছে৷'
দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার এবং শুভানুধ্যায়ী কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম, রেডিও-সহ বিভিন্ন মাধ্যমের ৩৩টি প্রতিষ্ঠান থেকে একটি করে দল মোট ৬৭টি ম্যাচে টুর্নামেন্টটিতে প্রতিদ্বন্দ্বিতা করে।