‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’ — মৌসুমীর জন্মদিনে ওমর সানী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৫ ০৪:১৬ অপরাহ্ণ   |   ৩৩ বার পঠিত
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’ — মৌসুমীর জন্মদিনে ওমর সানী

দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। দেশে ফেরার পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি। আজ (৩ নভেম্বর) এই প্রিয়দর্শিনীর জন্মদিন—তবে আগের মতো উৎসবমুখর নয়, বিদেশের মাটিতেই তিনি কাটাচ্ছেন বিশেষ এই দিনটি।
 

স্ত্রী দেশে না থাকায় ঘটা করে জন্মদিন পালন করছেন না অভিনেতা ওমর সানী। তবে দূরে থেকেও ভালোবাসায় ঘাটতি রাখেননি তিনি। ফেসবুকে এক পোস্টে ওমর সানী লিখেছেন—

“শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী।
দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।”

এর আগেও, গত বছরের জন্মদিনে স্ত্রীর অনুপস্থিতি নিয়ে মন খারাপের কথা জানিয়েছিলেন এই অভিনেতা। তিনি লিখেছিলেন, “জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ। কিন্তু কিছু করার নেই, সময়ের বাস্তবতা মেনে নিতে হয়।”
 

অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী জানিয়েছিলেন, দেশে থাকলে ভক্ত ও আপনজনদের কাছ থেকে শুভেচ্ছা, ফুল আর কেক পেয়ে জন্মদিনটা অন্যরকম হয়ে উঠত। বিদেশের মাটিতে সেই ভালোবাসা ও উৎসবমুখর পরিবেশটাকেই সবচেয়ে বেশি মিস করছেন তিনি।