এনবিএফআই খাতের ফাটকা ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানালেন শিল্পমন্ত্রী
প্রকাশকালঃ
১৪ সেপ্টেম্বর ২০২৩ ০৫:৪০ অপরাহ্ণ ১৬৫ বার পঠিত
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের ফাটকা ব্যবসায়ীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল বুধবার সোনারগাঁও হোটেলে বণিক বার্তা ও বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এনবিএফআই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর সোনারগাঁও হোটেলে এ আয়োজনে মেলার পাশাপাশি আর্থিক খাতের উপর বিভিন্ন বিষয়ে সেমিনার ও আলোচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, এনবিএফআইগুলোকে মানুষের আস্থা অর্জন করে উদ্যোক্তাদের কাছে যেতে হবে। এ খাতে যাঁরা ফাটকা ব্যবসায়ী আছেন, তাঁদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।
এদিকে মেলা উপলক্ষে এনবিএফআই সংযোগের অংশ হিসেবে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে দ্বন্দ্ব আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কেন্দ্রীয় ব্যাংকের প্রতি সহানুভূতিশীল।’ মূলত বিএসইসির এক কমিশনারের বক্তব্যের সূত্র ধরে তিনি এই মন্তব্য করেন।
এর আগে বিএসইসির কমিশনার মিজানুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির মধ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থায় অনেকগুলো ভিন্ন ধারা আছে। যখন কোনো নীতিতে ভিন্নতা দেখা দেয়, তখন বাংলাদেশ ব্যাংক তাদেরটা ঠিক হিসেবে বিবেচনা করে।
তৃতীয়বারের মতো আয়োজিত এনবিএফআই সংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএলএফসিএর চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার ভূঁইয়া, আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জামাল উদ্দিন, আইপিডিসি ফাইন্যান্সের এমডি মমিনুল ইসলাম, বাংলাদেশ ফাইন্যান্সের এমডি কায়সার হামিদ, অ্যালায়েন্স ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কান্তি কুমার সাহা, লঙ্কাবাংলা ফাইন্যান্সের এমডি খাজা শাহরিয়ার, ডিবিএইচ ফাইন্যান্সের এমডি নাসিমুল বাতেন, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি মোহাম্মদ শামসুল ইসলাম প্রমুখ।