ভাষা শহীদদের প্রতি যুবদল নেতা সম্রাটের বিনম্র শ্রদ্ধা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
ভাষা শহীদদের প্রতি যুবদল নেতা সম্রাটের বিনম্র শ্রদ্ধা

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট। 

 

কেন্দ্রীয় কর্মসূচি এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি নির্দেশনায় শুক্রবার (২১ শে ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাটের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

 

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট বলেন,পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস।

 

এ চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সঙ্গে নিবিড় যোগসূত্র স্থাপন করতে হবে। আর মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের স্বপ্ন ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে সালাম, সফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা।

 

তিনি আরো বলেন, তাই একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। আমরা শ্রদ্ধাবনতচিত্তে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে স্মরণ করি।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, যুবদল নেতা, শুক্কুর,স্বপন,আমির,মামুন,হাসান,হোসেন,মিজান,রাতুল,প্রদিপ,টিটু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।