 
                            
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:-
 
পশ্চিম সুন্দরবনের কুখ্যাত জলদস্যু কাজল-মুন্না চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ। সোমবার রাতের বিভিন্ন সময়ে যশোর জেলার অভয়নগর থানার গোবিন্দপুর ও আড়পাড়া গ্রাম থেকে তারা আটক হন।
 
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন: সুব্রত মল্লিক (৪৩), বিপ্লব রায় (৩২) এবং লক্ষণ বিশ্বাস (৭২)। পুলিশ তাদের তথ্য ও প্রযুক্তির সহায়তায় সুন্দরবনে অবস্থানরত জলদস্যুদের হাতে জিম্মি থাকা দুই জেলে আব্দুস সালাম (২৫) ও বিজয় ধীবর (২৭) উদ্ধার করেছে। আব্দুস সালাম শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের নুর হোসেনের ছেলে, আর বিজয় ধীবর ভেটখালী নুতনঘেরি গ্রামের হরেকৃষ্ট ধীবরের ছেলে।
 
এ ঘটনায়, রমজাননগর ইউপি সদস্য আব্দুল হামিদ সোমবার শ্যামনগর থানায় মামলা দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, ৪ সেপ্টেম্বর বনবিভাগের অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে যাওয়া ছয় জেলেকে পায়রাটুনি খালে জলদস্যুরা অপহরণ করে। মুক্তিপণের জন্য নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দেয় জলদস্যুরা। পরে দু’জনকে রেখে অন্যদের ছেড়ে দেয়।
 
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, প্রযুক্তির সহায়তায় অভিযানে তিনজন গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৭৪ হাজার টাকা, নির্দিষ্ট বিকাশ নম্বরের সিম ও ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে। এছাড়া, তথ্য পাওয়া গেছে যে মুক্তিপণের টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাঠানো হয়েছিল এবং সীমান্তবর্তী এলাকার কিছু ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                