বাগেরহাটে বিএনপি নেতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার

প্রকাশকালঃ ০৯ নভেম্বর ২০২৪ ০৪:১১ অপরাহ্ণ ৪৪২ বার পঠিত
বাগেরহাটে বিএনপি নেতা হত্যা মামলায় একজন গ্রেপ্তার

ঢাকা প্রেস,বাগেরহাট প্রতিনিধি:-
 

বাগেরহাটে সদর উপজেলার সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সজীব তরফদার হত্যা মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
 

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু বক্কার শিকদার (৫৭)। তাকে শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
 

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার আবু বক্কার সদরের কাড়াপাড়া গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার সজীব হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
 

তিনি আরও জানান, সজীব হত্যাকাণ্ডে মোট ৪ জন জড়িত ছিল। আবু বক্কার ছাড়াও বাকি তিন জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই হত্যাকাণ্ডের পেছনে ৩ লাখ টাকার সুপারি দেওয়া হয়েছিল। পুলিশের বিভিন্ন টিম এই হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।
 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর সদর উপজেলার মির্জাপুর এলাকায় সজীবকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সজীবের স্ত্রী বাগেরহাট সদর থানায় একটি মামলা দায়ের করে।