চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্যকারী ২৭ জেলে আটক

প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ণ ৪৪৯ বার পঠিত
চাঁদপুরে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্যকারী ২৭ জেলে আটক

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুরে ইলিশ সংরক্ষণ অভিযানে ব্যাপক সাফল্য:

মঙ্গলবার রাতে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে পরিচালিত এক যৌথ অভিযানে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা অমান্যকারী ২৭ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৩৬ কেজি ইলিশ, বিপুল পরিমাণ জাল, পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা এবং দুটি ড্রেজার জব্দ করা হয়।
 

নৌ পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলা অভিযানে নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাছ ধরা অবস্থায় এসব জেলেকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে জরিমানা করা হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা রুজু করা হয়েছে।
 

চাঁদপুর নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, মা ইলিশ সংরক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন অভিযান চলছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের যৌথ তদারকি চলছে। জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অবৈধ জালগুলো নষ্ট করা হয়েছে।
 

অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী দুটি ড্রেজারও জব্দ করা হয়। এই ঘটনায় ড্রেজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার আগামী ৩ নভেম্বর পর্যন্ত নদীতে সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।