শিক্ষা-গবেষণায় প্রাধান্য, নিরাপদ ক্যাম্পাস ও সন্ধ্যা আইন বিলোপে ছাত্রদলের ১০ দফা ইশতেহার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ আগu ২০২৫ ০২:২৬ অপরাহ্ণ   |   ৫৫ বার পঠিত
শিক্ষা-গবেষণায় প্রাধান্য, নিরাপদ ক্যাম্পাস ও সন্ধ্যা আইন বিলোপে ছাত্রদলের ১০ দফা ইশতেহার

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা পৌনে একটার দিকে অপরাজেয় বাংলার বটতলা থেকে প্যানেলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করেন।
 

ইশতেহারের মূল অঙ্গীকারসমূহ হলো—

  • শিক্ষা ও গবেষণা উন্নয়ন: কারিকুলাম ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, আন্তর্জাতিক মানের লাইব্রেরি, ইন্টার্নশিপ ও দক্ষতাভিত্তিক কোর্স চালু, গবেষণার মানোন্নয়ন ও নতুন ভাতা চালু।
     

  • নিরাপদ ক্যাম্পাস: গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধ, সন্ত্রাস-চাঁদাবাজি দমন, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, সিসিটিভি ক্যামেরা ও রাতের আলো নিশ্চিতকরণ।
     

  • হল সংস্কার ও আবাসন: নতুন হল নির্মাণ, ‘একটি সিট ও একটি পড়ার টেবিল’ নীতি বাস্তবায়ন, মশা-ছারপোকামুক্ত আবাসিক পরিবেশ ও স্বাস্থ্যকর খাবারের নিশ্চয়তা।
     

  • নারী শিক্ষার্থীদের অধিকার: পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন, মেডিকেল সেবার উন্নয়ন, সান্ধ্য আইন বিলোপ এবং নারী উদ্যোক্তা তহবিল গঠন।
     

  • স্বাস্থ্য ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী: বিশ্ববিদ্যালয় মেডিকেলের আধুনিকায়ন, জরুরি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবীমা, মানসিক স্বাস্থ্যকেন্দ্র, র‍্যাম্প ও ব্রেইল সুবিধা।
     

  • পরিবহন: ব্যাটারিচালিত শাটল সার্ভিস, বাস রুট ও ট্রিপ বৃদ্ধি, প্রতিটি বাসে জিপিএস ট্র্যাকার ও মোবাইল অ্যাপ, সাইকেল-বান্ধব ক্যাম্পাস।
     

  • প্রশাসনিক সেবা: সার্টিফিকেট-ট্রান্সক্রিপ্টসহ সব প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন, শিক্ষা ঋণ, ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থান ও শিক্ষার্থীদের উদ্যোক্তা সহায়তা।
     

  • ক্রীড়া ও সংস্কৃতি: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক উৎসব, শিল্প-সাহিত্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহ ও বাজেট বৃদ্ধি।
     

  • ডিজিটাল সুবিধা ও সাইবার সুরক্ষা: একাডেমিক ইমেইল স্টোরেজ বৃদ্ধি, সফটওয়্যার সাবস্ক্রিপশন প্রদান, এআই-রোবোটিক্স প্রশিক্ষণ, ‘সাইবার সিকিউরিটি সেল’ গঠন ও লিগ্যাল এইড সাপোর্ট।
     

  • পরিবেশ ও ডাকসু: বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ ক্যাম্পাস, প্রাণীবান্ধব উদ্যোগ, নিয়মিত ডাকসু নির্বাচন ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি।
     

আবিদ-হামিম-মায়েদ পরিষদ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস, দমন-নিপীড়ন ও বৈষম্যমুক্ত করে আধুনিক, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাঙ্গনে রূপান্তর করাই তাদের অঙ্গীকার।