মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “বিজ্ঞানসম্মত কর্ম, ওজোন রক্ষায় বর্ম” প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাবে এহেড ফাউন্ডেশনের উদ্যোগে সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও এহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মহাম্মদ ইসাহাক। সভার সঞ্চালনা করেন সিডা’র সহ-সভাপতি মোঃ আফসার আলী। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ শহিদ উদ্দিন আল হাসান, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, সমাজসেবক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী এবং প্রবীণ নাগরিক নজরুল ইসলাম।
বক্তারা বলেন, ওজোন স্তর সুরক্ষার বিষয়টি বৈজ্ঞানিক গবেষণার ফলাফলকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপান্তর করার প্রতিশ্রুতির সঙ্গে জড়িত। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া ওজোন স্তর রক্ষা করা সম্ভব নয়। উন্নত দেশগুলোর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার কারণে বৈশ্বিকভাবে ওজোন স্তর রক্ষায় সফলতা অর্জিত হয়েছে।
ওজোন স্তরের ক্ষয় প্রথমবার ধরা পড়ে ১৯৭০-এর দশকে। বর্তমানে মানুষের জীবনধারা ও অতিরিক্ত কার্বন ব্যবহার কারণে এটি প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করছে, যা মানুষসহ সকল প্রাণীর ত্বক ক্যানসারসহ নানা রোগের ঝুঁকি বাড়াচ্ছে।
পৃথিবীর ওজোন স্তর সুরক্ষার জন্য ভিয়েনা কনভেনশনের আওতায় মন্ট্রিয়েল প্রটোকল প্রণীত হয়। বাংলাদেশ ১৯৯০ সালে এ প্রটোকলে স্বাক্ষর করে এবং সেই থেকে প্রতিবছর এই দিবসটি পালন করে আসছে।