ধরলা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজি ওজনের বাঘাইড়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ জুন ২০২৪ ১২:০৯ পূর্বাহ্ণ   |   ৬০৩ বার পঠিত
ধরলা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজি ওজনের বাঘাইড়

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


ঢাকা প্রেসঃ
কুড়িগ্রামের উলিপুরে ধরলা নদীতে জেলের জালে ধরা পড়লো ৩৫ কেজি ওজনের বাঘাইড়। মাছটি বিক্রি হয়েছে ৪০ হাজার ২৫০ টাকা। 

 

সোমবার (৩ জুন) সকালে অনন্তপুর বাজারের মাছ ব্যবসায়ী আড়তদার মন্টু মিয়া রংপুরের এক হোটেল ব্যবসায়ীর কাছে সাড়ে ১১০০ টাকা কেজি দরে মোট ৪০ হাজার ২৫০ টাকা বিক্রি করেন মাছটি। এলাকার উৎসব জনতা মাছটি দেখতে ভিড় জমায় নদীর ঘাটে। 

 

মাছ ব্যবসায়ী মন্টু জানান, ধরলা নদীতে দেলদারগন্জ এলাকার সাইদুল ইসলাম নামের এক জেলে জালে ধরা পড়ছে ৩৫ কেজি ওজনের বাঘাইড়টি। আমি ওই জেলের কাছ থেকে বাঘাইর মাছটি কিনে নিয়ে রংপুরে হোটেল ব্যবসায়ীর কাছে স্বল্প লাভে বিক্রি করেছি।