বড়াইগ্রামে জমি নিয়ে ছুরিকাঘাতে ১জন খুন, আহত ২

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ মার্চ ২০২৫ ০৭:১৯ অপরাহ্ণ   |   ১৩৬ বার পঠিত
বড়াইগ্রামে জমি নিয়ে ছুরিকাঘাতে ১জন খুন, আহত ২

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-



নাটোরের বড়াইগ্রামে গোরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে একজন ছুরিকাঘাতে খুন হয়েছে আহত হয়েছে ২ জন। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার আহমেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহতের নাম নাজিমউদ্দিন। সে নওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে। আহত হয়েছে আরিফ হোসেন (৩৫) ও জাহাঙ্গীর হোসেন (৪০)। তাদের বাড়ি একই গ্রামে। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, গণি মিয়া গ্রামের গোরস্থানের জন্য জমি দান করেন। কিন্তু এ জমি তার ছেলে ফারুক দিতে রাজী হয়নি। এ নিয়ে বৃঃপ্রতিবার নাজিমউদ্দিন বংশের দূর সম্পর্কের ভাই গণি মিয়ার দুই ছেলে সবুজ ও ফারুককে জিজ্ঞাসা করতে গেলে বাক-বিতন্ডা হয় এবং ধাক্কাধাক্কি ঘটনা ঘটে। শুক্রবার সকালে নাজিমউদ্দিন সঙ্গীয় আরিফ ও জাহাঙ্গীর গোরস্থানের জমির বিষয়ে আবারও কথা বলতে গেলে ফারুক আতর্কিত নজিমউদ্দিন উপর উপর্যুপরী ছুরিকাঘাত করে। এতে বাধা দেওয়ার চেষ্টা করলে সবুজ ও ফারুক লাঠি ও ছুরি দিয়ে আরিফ ও জাহাঙ্গীরকেও আঘাত করে। এতে তারা গুরুতর জখম হলে তাদেরকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজিমউদ্দিন  মৃত ঘোষণা করেন এবং অবস্থার অবনতি হওয়ায় আরিফ ও জাহাঙ্গীরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।  

 
এই বিষয় বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান জানান, গোরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে হত্যাকান্ড ঘটনা ঘটতে পারে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে অভিযোগ হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।