একই সংবাদের পুনরাবৃত্তি: ময়মনসিংহের ১৩ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৩:০৭ অপরাহ্ণ   |   ১১৮ বার পঠিত
একই সংবাদের পুনরাবৃত্তি: ময়মনসিংহের ১৩ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহে প্রকাশিত ১৩টি স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশকদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে জেলা প্রশাসন। বুধবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরার স্বাক্ষরে এই নোটিশ দেওয়া হয়।
 

নোটিশে উল্লেখ করা হয়, ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে একাধিক তারিখে এসব পত্রিকার দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় হুবহু এক সংবাদ ও শিরোনাম ছাপা হয়েছে। আলাদা আলাদা সম্পাদক ও প্রকাশকের পত্রিকায় এমন প্রতিলিপি কীভাবে বৈধ হয়, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের পাঁচ কার্যদিবসের মধ্যে উপস্থিত হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

নোটিশপ্রাপ্ত পত্রিকাগুলোর মধ্যে রয়েছে:
দৈনিক আজকের ময়মনসিংহ, দেশের খবর, বিশ্বের মুখপত্র, ঈষিকা, অদম্য বাংলা, সবুজ, আলোকিত ময়মনসিংহ, দিগন্ত বাংলা, জাহান, কিষানের দেশ, নিউ টাইমস, হৃদয়ে বাংলাদেশ, ও সাপ্তাহিক পরিধি

 

জেলা প্রশাসনের এক সূত্র জানায়, এসব পত্রিকা আলাদা প্রেসের নামে অনুমোদন (ডিক্লারেশন) থাকলেও বাস্তবে এক প্রেসে ছাপা হয়, ফলে একই পৃষ্ঠার হুবহু মিল পাওয়া যায়।
 

এছাড়া কিছু সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। যেমন—দৈনিক জাহান পত্রিকার প্রকাশক শেখ মেহেদী হাসান নাদিমের বিরুদ্ধে অস্ত্র তৈরি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। অন্যদিকে, দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকাটি ঢাকার নামে ডিক্লারেশন থাকলেও বাস্তবে ছাপা হচ্ছে ময়মনসিংহেই।
 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা সমকালকে বলেন, “আমরা লক্ষ্য করেছি, এই পত্রিকাগুলোর অভ্যন্তরীণ পাতা ফটোকপির মতো হুবহু কপি করে ছাপা হচ্ছে, যা সংবাদপত্র নীতিমালার চরম লঙ্ঘন। এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।”