মাগুরা প্রতিনিধি:-
মাগুরা শহরের পারলা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ জেলা বিএনপির সাবেক সদস্য ফরিদ খান ও তার ৮ সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এ অভিযান চালানো হয় এবং বুধবার সকালে তাদের সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফরিদ খান মাগুরা শহরের পারলা এলাকার মৃত হাবিবুর রহমান খানের ছেলে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি ওয়ান শুটার গান, চারটি ওয়ান শুটার গানের গুলি, ২৬৪ রাউন্ড অ্যায়ারগানের গুলি, সাত রাউন্ড .২২ ক্যালিবারের গুলি, একটি পিস্তলের গুলি, দুটি চাইনিজ কুরাল, ছয়টি চাপাতি, দুটি মদের বোতল, দেড় লাখ টাকা নগদ এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:
ফরিদ হাসান খান
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রেজা
শহরের হাসপাতালপাড়ার বাসিন্দা নূহু দারুল হুদা
ভায়না এলাকার কাজী আরিফুল হক
আবালপুর গ্রামের আবদুল জলিল
শ্রীপুর উপজেলার বাখেরা গ্রামের আইনুল হোসাইন ও শাহীন শেখ
পটুয়াখালী সদর উপজেলার ইলিয়াছ খান
ঢাকার আদাবর এলাকার সৈয়দ খায়রুল আলম
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে ফরিদ খান আগ্নেয়াস্ত্রসহ পারলা এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, ফরিদ খানের ভাই এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পিকুল খান অভিযোগ করেছেন, "পুরো ঘটনাটি একটি ষড়যন্ত্র। প্রতিপক্ষরা আমাদের ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে এসব করেছে। যেখান থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হচ্ছে, সেটি আমাদের ব্যবসায়িক ফার্ম।"
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।