জামালপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দাবিতে লাঞ্জুর বিশাল সমাবেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৫ ০৭:০২ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
জামালপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দাবিতে লাঞ্জুর বিশাল সমাবেশ

মোঃ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:



 

জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নের দাবিতে মঙ্গলবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু।
 

সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন সবুজ
 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু
 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—

  • মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল,

  • পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার,

  • গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গণি মেম্বার,

  • উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম,

  • উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম জনি,
    সহ আরও দলীয় নেতৃবৃন্দ।

     

সমাবেশটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল
 

প্রধান অতিথির বক্তব্যে ফায়েজুল ইসলাম লাঞ্জু বলেন,

“দলের হাইকমান্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার দীর্ঘদিনের আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনে আমাকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।”

সমাবেশ শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 

এসময় মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।