ঢাকা প্রেস,ময়মনসিংহ প্রতিনিধি:-
ময়মনসিংহের হালুয়াঘাটে পরকীয়ার কারণে স্বামী হজরত আলীকে হত্যার দায়ে তার স্ত্রী সাবিনা খাতুন (২৮) এবং প্রেমিক লিয়াকত আলী (৩৬)কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে, রায় অনুসারে, প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হালুয়াঘাট উপজেলার গোরকপুর গ্রামের বাসিন্দা লিয়াকত আলী, যিনি আমান উল্লাহর ছেলে, এবং একই গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী সাবিনা খাতুন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম রাজীব জানান, হজরত আলী তার স্ত্রী সাবিনা খাতুনকে নিয়ে সংসার করছিলেন, কিন্তু সাবিনা খাতুন অবৈধ সম্পর্ক গড়ে তোলেন লিয়াকত আলীর সঙ্গে। প্রায় একমাস আগে, হজরত আলী সাবিনা খাতুন ও লিয়াকত আলীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে তাদের গালমন্দ করেন। পরবর্তীতে, সাবিনা এবং লিয়াকত আলী হজরত আলীকে হত্যা করার পরিকল্পনা করেন, কারণ তিনি তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।
২০২১ সালের ২৯ আগস্ট, হজরত আলী হালুয়াঘাট থেকে শেরপুরের নালিতাবাড়ি যাচ্ছিলেন। সেই সময়, সাবিনা খাতুন তার স্বামীর অবস্থান মোবাইলের মাধ্যমে জেনে নেন। এরপর, লিয়াকত আলী তাকে কৌশলে হালুয়াঘাট পশ্চিম কুতিকুড়া আঁতলা বিলের সামনে নিয়ে গিয়ে, রাত সাড়ে ১১টায় গামছা দিয়ে হজরত আলীর শ্বাসরোধ করে হত্যা করেন। লিয়াকত আলী হত্যার বিষয়টি মোবাইলের মাধ্যমে সাবিনা খাতুনকে জানায়। পরে, দুজন মিলে মরদেহটি আবাদি জমিতে পুঁতে রাখে।
নিহত হজরত আলীর ভাই আবু নাছের ২০২১ সালের ২ সেপ্টেম্বর হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণের পর, বিজ্ঞ আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।