হোপ ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশকালঃ ১৫ মে ২০২৪ ০১:৫১ অপরাহ্ণ ৭৮১ বার পঠিত
হোপ ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রতন (পলাশবাড়ী প্রতিনিধি):-



গাইবান্ধার পলাশবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি ২০২৪ পরীক্ষায়  জিপি ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

 ১৩ মে সোমবার দিনব্যাপী হোপ ইন্টার ন্যাশনাল স্কুল এর আয়োজনে বিদ্যালয় চত্বরে সাবেক অধ্যক্ষ নাজনীন বেগম এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌরসভার মেয়র  গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।  হোপ ইন্টারন্যাশনাল স্কুল এর প্রতিষ্ঠাতা পরিচালক মতিয়ার রহমান লাভলু'র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান। 

 

আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এইচ এম নকিবুল হাসান,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মহব্বত জান চৌধুরী, সাংবাদিক মাসুদার রহমান মাসুদ সহ অন্যান্যরা।  সমাবেশে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানোনা ক্রেষ্ট তুলে দেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব সহ অন্যান্য অতিথিগণ। শেষে অতিথি শিল্পী জেরিন ও হ্যাপীসহ স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উল্লেখ্য, গত ১২ ই মে রোববার এসএসসি পরীক্ষা ২০২৪ এর এসএসসি ফলাফল প্রকাশের পর পলাশবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোপ ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি ২০২৪ পরীক্ষায় ৪০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৩৮ জন জিপিএ ৫.০০ পেয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর ১২২৬। হোপ ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী ৪০ জনই পরীক্ষায় ভালো রেজাল্ট করায় আনন্দ উচ্ছ্বাসে আত্মহারা হয় শিক্ষার্থী অভিভাবক ,শিক্ষক মন্ডলী ও শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ।