নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে র্যাব। শনিবার (১৮ জানুয়ারি) শিবপুর থানার সিএন্ডবি বাজার এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে কাঞ্চন পাল (২৭) নামের একজনকে আটক করা হয়। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাগলা পালপাড়া এলাকার বাসিন্দা।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাকিব হোসাইন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের ভেতর থেকে নিচের পণ্যগুলো জব্দ করা হয়:
জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা।
র্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার মো. সাকিব হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত কাঞ্চন পাল অবৈধপথে ভারত থেকে এসব পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় রোববার শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক কাঞ্চন পালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।