ময়মনসিংহের সবজি বাজারে দামের ঊর্ধ্বগতি: সাধারণ মানুষের দুর্ভোগ

প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৪ ০৭:৪২ পূর্বাহ্ণ ৫৫৮ বার পঠিত
ময়মনসিংহের সবজি বাজারে দামের ঊর্ধ্বগতি: সাধারণ মানুষের দুর্ভোগ

ঢাকা প্রেস
ময়মনসিংহ প্রতিনিধি:-

 

ময়মনসিংহ নগরীসহ জেলার বিভিন্ন কাঁচা বাজারে সবজির দাম আকাশচুম্বী হয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার অনেক বাইরে চলে গেছে সবজি। বিশেষ করে কাঁচা মরিচ, টমেটো, শীতকালীন শাকসবজি। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে তাদের চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে।
 

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শীতকালীন লাউ ১০০-১৩০ টাকা, টমেটো ৩০০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, বাঁধাকপি ৮০-১০০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ২০০ টাকা, বেগুন ১৩০-১৫০ টাকা, ধনেপাতা ৪০০ টাকা, কাঁচামরিচ ৬০০ টাকা এবং চিচিঙ্গা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য সবজিও প্রায় ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে।
 

বিক্রেতাদের দাবি, পাইকারি আড়তে সবজির দাম বেশি হওয়ায় তাদের খুচরা বাজারে বেশি দামে বিক্রি করতে হয়। তবে ক্রেতারা মনে করেন, ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পর্যাপ্ত তদারকি না থাকায় বাজারে সিন্ডিকেট চলছে এবং এর ফলে দাম বাড়ছে।
 

ময়মনসিংহের প্রধান কাঁচা বাজার মেছুয়া বাজারে গিয়ে দেখা যায়, অনেকেই শূন্য হাতে বাজার থেকে ফিরছেন। যারা কিনছেন, তারাও কম পরিমাণে কিনতে বাধ্য হচ্ছেন।
 

কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ময়মনসিংহ জেলা শাখার সভাপতি জানান, তারা ইতোমধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছেন এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি নিয়ে জোরালোভাবে উপস্থাপন করছেন।
 

ভোক্তা অধিকার ময়মনসিংহের উপপরিচালক বলেন, তারা নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং মূল্যতালিকা প্রদর্শন না করা দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
 

সার্বিক বিবেচনা করে বলা যায়, ময়মনসিংহের সবজি বাজারে দামের এই ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বাজারকে স্থিতিশীল করার জন্য উদ্যোগী হতে হবে।