মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত: প্রধান অতিথি চেয়ারম্যান মফিজুর রহমান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০৫:০৮ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত: প্রধান অতিথি চেয়ারম্যান মফিজুর রহমান

মো: কাউছার পাটোওয়ারী,স্টাফ রিপোর্টার:-


 

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে আজ ২৮ জুলাই ২০২৫, রবিবার অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা।

 


 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মফিজুর রহমান। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

 


 

সভায় আরও উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিব ঢালী, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাত্তার হোসেন, সিরাজ বকাউল, আল-আমিন ভূঁইয়া, জসিম প্রধানিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


 

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও নৈতিক শিক্ষার ওপর আলোকপাত করেন। অভিভাবকরাও তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন, যা ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।